২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া ছাত্র-জনতা ও আলেম-উলামার রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই (শনিবার) দেশব্যাপী দোয়া-মাহফিলের আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া হাজারো মানুষের আত্মত্যাগ আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। তারা জানান, ৫ জুলাই মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দোয়া-মাহফিল ও আলোচনা সভা হবে, যাতে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হবে।
বিবৃতিতে বলা হয়, শাপলা চত্বর ও জুলাইয়ের গণআন্দোলন ছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের সংগ্রাম। এখনও সেই আন্দোলনের উত্তরসূরিরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে।
নেতারা অভিযোগ করেন, ভারতের দালাল ও ইসলামবিদ্বেষী গোষ্ঠী এখনো দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেন, জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন না হলে সবাইকে ছাত্র-জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা রাজপথেই থাকব। বিবৃতির শেষাংশে বলা হয়, ৫ জুলাইয়ের দোয়া-মাহফিল শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়—এটি হবে দেশের সুশাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার শপথ।
এমএম/
আপনার মতামত লিখুন :